অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোববার (২৫ মে) ফের বৈঠকে বসছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। দুই দফায় অনুষ্ঠিতব্য এই বৈঠকে অংশ নিচ্ছেন মোট ৮টি রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৫টায় প্রথম দফার বৈঠকে অংশ নেবেন কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রম, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকী, হাসনাত কাইয়ুম,ও মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
বিকেল ৬টায় দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।
এর আগে শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠকে বসেছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। সেইসব বৈঠকে আলোচনায় আসে নির্বাচন, বিচার প্রক্রিয়া ও রাজনৈতিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যু।
দুই দিনের এই ধারাবাহিক সংলাপে আগামী জাতীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের করণীয় বিষয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।